যতগুলো হাওয়া উড়ে যায় বিষণ্ণতায়
একটা হাত এখনো বিশুদ্ধ স্পর্শ জমায়
ক্ষীণ আশায় রৌদ্র ছায়ায় এক আলোর উৎসবে,
আমি ভাষা খুঁজে নিয়ে আসি নিঃশব্দ নীরবে।
তোমার কালো চুল তোমার প্রতিনিয়ত ভুল
আমার যন্ত্রণা আমার ভালো লাগার কাগজী ফুল।


সব ব্যস্ততা শেষ একখানি চিঠি নিয়ে
যখন তোমার আঙিনায় আমি দাঁড়ালাম
একটা মিষ্টি হাওয়া মুহূর্তে বাকরুদ্ধতা,
আমি আবার ফিরছি বিষাদ সিন্ধু অতল গভীরতা।


আমাদের কাহিনী চাপা পড়ে থাক সমকালীন অস্থিরতায়
সৃষ্টির কারিগর যখন ধ্বংস লীলায় মত্ত সভ্যতার বারান্দায়
আসিফা তখন জড় ভক্তিতে বিহবল রাত্রি আরো গভীর হয়,
আমাদের জঙ্গল হিংসায় ভরপুর কবির মৃত্যু অপারগতার কবিতায়।