দুরন্ত নভোযানে অবতরণ করব কুমারী গ্রহে
এঁকে দিব প্রথম পদচিহ্ন।
মহা বিজয়ীর বেশে প্রচণ্ড উত্তেজনায় আছড়ে পড়ব
তোমার হিমশীতল বুকে
প্রচণ্ড অভিকর্ষজ টানে একেবারে কেন্দ্রে চলে যাব।
আমার নিঃশ্বাস প্রবাহে টর্নেডো বয়ে দিব
তোমার সমুদ্রের প্রতিটি উপকূলে।
ক্ষিপ্রতায় অস্থির করে তুলব – প্রচণ্ড ভূমিকম্পে
কেঁপে উঠবে তোমার প্রতিটি প্রান্তর।
আমার পদসঞ্চারে -
সাগরে জলোচ্ছ্বাস হবে- নদী উথলে উঠবে জলকম্পনে
সাইমুম ঝড়ে মরুভূমির প্রতিটা বালুকণা দিগ্বিদিক ছোটাছুটি করবে।
তোমার তাপমাত্রা বাড়িয়ে নিব সূর্যের কাছাকাছি।
বহু বছরের জমানো আগ্নেয়গিরির লাভা- বের করে দিতে
প্রচণ্ড গর্জনে ফুটতে থাকবে টগবগ করে।
যতক্ষণ এ দেহে আছে প্রানশক্তি- অস্থিরতায় কাঁপাব আকাশ।
তারপর হটাত বিক্ষুব্ধ প্রলয় গর্জনে বৃষ্টি ঝরিয়ে
প্রশান্ত হব- ছড়িয়ে দিব তোমার উর্বর ভূমিতে
প্রানের প্রথম বীজ-
সবুজ শ্যামলে ভরে দিব তোমার নির্জন ভূমি।