রোদের কোন ক্লান্তি নেই;
সারাদিন নির্ঝঞ্ঝাট শব্দে
ঝরতে থাকে আমার গায়,
বাতাসে ডানা মেলে
নিরুদ্দেশে পাড়ি জমায়।


রোদের কোন ক্লান্তি নেই;
শুকনো মাটির বুকে
মুখ লাগিয়ে রক্ত চোষে,
ভেজা ঘাসের গা ছুঁয়ে দেয়
পেলবতা ভালবেসে।


আমার গায়ের ঘাম গলে যায়
তপ্ত-কঠিন পিচের ঠোঁটে,
পায়ের লাগাম ছুটতে থাকে
ভরদুপুরের নেশার চোটে-


রোদের কোন ক্লান্তি নেই;
অবেলাতে মিশতে থাকে
তোমার পা রাখা বারান্দায়।