কন্যা,
তুমি স্বেচ্ছায় নির্বাসনে আছো!
তোমার অহংকারী ওই দুর্গম পাহাড়
অতিক্রম করার দুঃসাহস করিনা;
তাইতো তোমার কাছে চিরকালই আমি
শীতার্ত রজনীতে ঝরে পড়া
শুকনো পাতার মতো দৃশ্যমান।


অথচ, তোমার ওই
অভিমানের পাহাড় ডিঙিয়ে
সমতলের ঋজুপথে নেমে আসলেই দেখতে-
তোমার জন্য অজস্র চন্দ্রিমায়
একশো আটটি নীলপদ্ম একত্র করেছি।


সেই সমস্ত যূথবদ্ধ নীলপদ্মরাজি,
আমাদের স্পর্শের আশায় আজো অপেক্ষমাণ।