আমাকে তুই কেড়ে নে আমার থেকে;
বড্ড রাগ করেছি তোর উপর।


কেন তুই এই অবেলায় আমাকে ফেলে গেলি?
দৃষ্টি দিয়ে তোকেই শুধু
ঘিরে রাখতে চেয়েছিলাম-
মিষ্টি করে তোর কপালে
চুমু আঁকতে চেয়েছিলাম;


তুই শুধু উপর থেকেই দেখলি-
এদিকে আমার অন্তরাত্মা
তোকে না পাওয়ার বেদনায় পুড়ে ছারখার!
ভালো লাগছে কিনা
তাও বুঝতে আজকাল কষ্ট হয়।


ইচ্ছে ছিলো তোকে নিয়ে
বকুলতলায় ফুল কুড়াবো,
শীতের ভোরের
শিউলী ফুলের পায়েল,
তোর পায়ে পরাবো;


তুই আমাকে এই অবেলায় শূণ্য করে গেলি?
আমার হৃদয় যে তোর সঙ্গে চলে গ্যাছে-


ভরদুপুরে রোদের শহরে
আমিহীন শরীরটা শুধু ঘুরে ফেরে;
আমাকে তুই কেড়ে নে আমার থেকে।