পূণ্যে আমি ধন্য ধন্য পবিত্র মন আকাশ।
রিক্ত বেদনায় মন কাঁদলেও
শুধু তারই বাস।
বহুজন্ম পরে হয়তো
মিলে তারই দেখা।
হারাতে চাই না যতনে রাখবো,
করবো তারই পূজা।
পূণ্যের দুয়ারে কেঁদেছি কত?
চেয়েছি কত ক্ষমা?
কর্ম গুণে দান পেয়েছি,
পূণ্য মম বাসনা।
জগত পায় না পূণ্যের দেখা,
তারও কর্ম বিনা।
মনুষ্য তো তুচ্ছ মাত্র
থেকো না উন্মনা।
পূণ্যে আমি ধন্য ধন্য পূজার থালায়।
কর্মে যেন অন্য অন্য ;
পূণ্য থাকবে গলার মালায়।




রচনাকালঃ ১৯/০২/১১ইং


জয় গৌরাঙ্গ 🙏  জয় গৌরহরি🙏  জয় মহাপ্রভু🙏