সারাটা দুপুর কেটেছে শব্দের উল্কাপাতে
অনুভূতি খসে পড়েছে আকাশে তারার মতো
মাথার ভেতরের ক্ষয়িষ্ণু পথ বেয়ে
যখন নেমে এসেছে চিরাচরিত আবেগ
ঠিক তখনি কুড়িয়ে নিয়েছি ছন্দ
যা উপসংহারে এসেও মিলতে পারেনি
শেষ মেশ গলির দেয়ালে দেয়ালে লেপেছি কিছুটা
আর কিছুটা ছড়িয়ে দিয়েছি
তোমার উঠোনে


আরো অনেক শব্দ আছে হয়তো কোনো নির্বাক কোণে
ঘড়ির কাঁটা যখন গভীর রাত ছোঁবে
আবার সেই শব্দের উল্কাপাত ঘটবে
মেহনতি মানুষের ঘুমের কাছাকাছি
হয়তো পৌঁছতেও পারবে না আমার সেই ছন্দ
তবু দেয়াল জুড়ে থেকে যাবে রোদ
আর সেই রোদের মাঝে কোনো এক সময়ে
প্রাণ পাবে শব্দের উল্কাপাত


- সুগত