দেওয়াল ফুঁড়ে বেরিয়েছে উদ্ভিদ
ব্যর্থতা ভাঙে জেদ
কিছুটা শক্ত মাটি বলে
সবাই হাঁটতে শিখেছে নিয়ম করে
যেখানে যারা দাঁড়িয়ে ছিল
তারা সব উড়ে গেছে যে যার মতো
শুধু মাটির স্তর নেমেছে খানিকটা
ভেঙেছে নদীর পার, সংসার আর মন
এভাবেই আবেগ টিকিয়ে রেখেছে
মূর্খের দল
ঘন কুয়াশা কিংবা ধূসর মরুস্রোত
সবই লেগে আছে রোমকূপে
বুঝিনি কিসের টানে আবেগ সরেছে
এক শরীর থেকে অন্য শরীরে

হয়তো কিছুটা শক্ত মাটি বলে...