আমার ঘরের বারান্দা থেকে
কিছুটা নিচে অনেকটা বড় শহর
ঠিক যেন কুশপুতুলের ছাঁচে গড়া
হাজার হাজার ক্লান্তি, অভিমান, ক্ষোভ
তার আঁচলে বাঁধা
স্রোতের মতো তীরে এসে ফিরে যাচ্ছে
আবার আসছে
প্রতিযোগিতামূলক পরিবেশ
কেউ মেনে নিচ্ছে বাধ্য হয়ে
কেউ আবার অবাধ্যতায় হারিয়ে যাচ্ছে
বালি ঘড়ির মতো সবার সময় সীমিত
আমার কাছেও এই সমাজ খাদ্যরসে গৃহীত