তু্ই যে মোর সৃষ্টিছাড়া জীবনখানার মুক্তধারা।


তু্ই যে মোর নবীন হাতের নতুন সৃষ্টির প্রেরণা।।


তু্ই যে মোর বন্ধ দ্বারের মুক্তিরুপা দখিনা।


তোর সাথে তাই হারাই আমি অজান্তের নিরুদ্দেশে।।


তু্ই যে মোর গভীর রাতের বন্ধ আঁখির স্বপ্নমায়া।


তোর মাঝে তে বিপুল সুখ প্রভাত বেলার বকুল মালা।।


এবার সখা আয় না তু্ই নির্জনে দুপুর বেলা।


থাকবো মোরা নিবিড় হয়ে নীরব বনের কুঞ্জছায়া।।


বাজবে বাঁশি নূপুর ধ্বনি মেঘলা রোদের বিকেলবেলা।


দূরে আমি যাবো সখা তোকে নিয়ে সাঁঝেরবেলা।।


শিমুল পারুল আমের মুকুল তু্ই যে মোর নীরব গাঁথা।


মধ্য রাতের আশা তুই, দিগন্তের ভাষা যে -


সন্ধ্যা সাঁঝের গল্প তু্ই মধ্য রাতের আলিঙ্গন।


তোর মাঝেতে দিনের শুরু তোর মাঝে যে দিনের শেষ।।