ভেসে গেলাম অজানা কোন সুরে গানে গানে


কূল হারা স্রোত হয়ে বয়ে চলা ঘাটে ঘাটে।
কি বারতা ছড়ালো দখিন সমীরে!
কি বারতা ছড়ালো ফুলের সৌরভে!
আজ বলি মনে মনে,
"হায় হায় সমাপনে
                     আজন্মের স্মৃতি কথা হারালো,
হারানো বীণার শোক সাগরে।"
ফাগুন রাতে সখা,আর কি হবে সুর বাঁধা?
রাগিনীরা হারালো হারিয়ে যাওয়ার স্রোতে।