প্রভাত বেলায় মোরা ঝরেছি শাখা হতে


আপন স্থান দিয়েছি ছেড়ে আপনি খেলার ছলে।


কে কুঁড়াবে যত্নে, গাঁথবে বেণীসুতোয়


মাধবীবল্লরী দিয়েছে বিছায়ে আপন হতে নিজেরে।


করুণ রাগিনী মনে বেজেছে গোপন অস্তরাগে


বিছিয়ে দিয়েছে হাজার পাঁপড়ি পথের ধুলাতে।


মনের কথা কে শুনবে! আছে কার সে সময়


অজুহাতের পরতে পরতে বাজে ব্যাথার অনুরাগ।


আনন্দ এসে গান গেয়ে গেলো শাল পিয়ালের বনে


বুঝিনি কখন বয়ে গেলো সময় আপন ছন্দে।


যে মালা গড়া প্রভাত কালে, শিমুল বকুল রজনীতে


দিনের আলো মিলিয়ে যেতে, শুকিয়ে গেলো নিমেষে।


যত কুন্ঠা গ্লানি আজ ঝরা ফুলের বনে


কে গো তুমি বিদেশিনী এই নিকুঞ্জে।


প্রভাতে দিয়েছে যারা আপনি ছেড়ে স্থান


স্মৃতিগাঁথায় লেখা হবে ওদের মনের গান।