সময় হলো এবার এ তরী ছাড়ার


ঘাটের পাড়ে শুধুই একরাশ শূন্যতা বজায়।


গগনে গগনে আজ মন্দ্রিত মেঘ গরজিয়া


গোধূলি হলো শেষ সূর্য নিলো বিদায়।


ফাগুনের শেষ রাত চৈত্র অবসান


বিদায়ের শেষ সুর উঠেছে পরাণবীণায়।


যত সুখ দুঃখ যাতনা দিনের শেষে হিসেব কষা


কি পেলাম কি দিলাম ফিরে চাওয়া পুরাতন বছরে এবার।


কৃষ্ণচূড়া রঙ বিলালো, লাল করবী থোকায় থোকায়


রজনীগন্ধা সুবাস ছড়ালো নদীর কূলে স্নিগ্ধ মলয় বাতাস।


যা কিছু পুরাতন বন্ধনের শৃঙ্খল, ভেঙে যাক এই রাতে,


চৈত্রের অবসান।


কে যায় বন পথে বীণা লয়ে নিজ সনে


ঝংকারে ঝংকারে আঁখি ভরে নোনা জলে।


শেষ হলো এ নিশি, সুর ওঠে বিদায়ের


কেমন করে সখা, যায় চলে এ বছর কাঁদিয়ে মোরে।