নিশির শেষে পূর্ণ প্রাতে
                   উষার ভালে বোধন আজ।
শিউলি হারে, ছাতিম ফুলে
                     শতদলে ষষ্ঠী সাঁঝে বোধনের সাজ।
আশার কুঁড়ি হৃদয় জুড়ে
                   নূতন প্রেমে নব সুরে
গান যে আজ আকাশ জুড়ে
                   করেছে মাতাল শরতকে।
পূজার ধূপে আনমনে
                 পরেছে মনে তোমায় আজ।
দশমীতে বিদায় শেষে
            বলেছিলে, 'আসবো আবার।'
বোধন মাঝে তাইতো আজ
                পরছে মনে তোমায়।
থাকতে যদি পাশে
            সেই দিনের মত নিবিড় হয়ে,
স্মৃতি সুখে ভরতো আজ
               অতীতের মত একই।