এ বসন্ত আগেও ছিলো অন্য রাজবেশে


এসেছে সে ফিরে আবার যোগী সন্ন্যাসীর রূপে।


অর্ঘ্য চায় মোর তরে পলাশ ফুল মাগে


এ বসন্ত শুষ্ক আজ কোন অভিশাপে।


কুয়াশা ঘিরেছে আকাশ আজ ধোঁয়ার দানব হাসে


শিমুল বনের ফাঁকে আজ যায়না দেখা কোকিলকে।


মহুয়া আজ মাতাল সুর তোলেনা নিক্কনে


বাজেনা বাঁশি কুঞ্জ বনে মধ্য যামিনীতে।


এ বসন্ত হারালো তাঁর আপন সুবাস ওরে


হারিয়ে গেলো ফুলের সাজ দানবপুরীতে।


দূষণ হাসে আপন সুখে দক্ষিণ পবনে


ফুলের সাজ ম্লান হলো শুকনো শাল বনে।


মাদল আজ নীরব হলো, ছিন্ন  বীণার তার


গেলো কোথায় হারিয়ে, সেই চেনা ঋতুরাজ।