গভীর রাতে চৈত্র মাসে
                       তোর সাথে আজ নিবিড় ভাবে
মিশে গেলাম নয়ন নীরে
                        হালকা ছোঁয়া আর গোপন হৃদে।
হালকা শীতল দখিন বাতাস
                          ফাগুন সাঁঝে নীল নিখিলে,
পরাণখানা মুক্ত হলো
                        তোর মুক্তমনের দুয়ারে।
হৃদয় মাঝে শঙ্কা বাজে
                        লোকের ভিড়ে লজ্জা সে যে
গভীর শ্বাস মন সায়রে
                        ইচ্ছে জাগে  মিশে যেতে।
হাজার বাধা পাহাড় সম
                           চাপা পরে ইচ্ছে কত
মনকে বলি নিরুপায়
                          বাঁধা যে আমি নিয়ম ডোরে ।
তেপান্তরের মাঠ পেরিয়ে
                         অলীক সুখের মোহের দ্বারে
অচিন দেশের রাজা হয়ে
                            এসেছি আমি রাজর্ষি।
হাজার লজ্জা হাজার দ্বিধা
                            মন জুড়ে তোর কুন্ঠা শঙ্কা
আড়চোখে আর ভীরু মনে
                           তু্ই যে মোর অনিন্দিতা।
স্বপ্ন যত আঁখির পাতায়
                           নয়ন তারায় ভেসে ওঠায়
দিন গুলি মোর স্বর্ণ সুতোয়
                           বাঁধা থাক জীবন বীণায়।
স্মৃতি যত শত হাজার
                         গল্প আড্ডা আর চিঠি লেখায়
সব কিছু আজ যত্ন করে
                          থাকনা তোলা মনিকোঠায়।