হে ক্ষণিকা,
এসে ফিরে গেলে দুয়ার হতে আমার।
সময় তো দিলে না, তোমায় সেভাবে জানার।
এসে ফিরে গেলে দুয়ার হতে আমার।
প্রশ্ন কত নিয়ে তুমি এসেছিলে দ্বারে
হারিয়ে গেলো সব তোমার
আমায় না জানতে পেরে।
কল্পনা আর স্বপ্নে বিচার করলে মোরে
বাস্তবে অধরাই রইলাম তোমার কাছে।
সময়ের বড়ো অভাব, ব্যাস্ততা তোমার
এসে তাই ফিরে গেলে, কয়েকপ্রহর থেকে।
রইলো মনে অনেক কথাই,
না হলো ব্যাক্ত
আবার যদি আসো কখনো,
করবো তাদের মুক্ত।
ভালো থেকো প্রিয় মোর,
ভালো থেকো প্ৰিয় ৷
আনন্দ উচ্ছাসে ভরুক তোমার এ জীবন।