এসেছি ফিরে আজ সেই পুরোনো ঘরে
যেথা আছে নানা মজা হাসির উচ্ছাস।
যেদিন ছেড়েছিলাম চেনা সেই ঘর
নানা অভিমান ছিলো মনের ই কোণে।
অনেক অপরিচিত এসেছিলো হেথায়
অতিথি হয়েছে তারা চেনা বালুকায়।
সেদিনের অবকাশে উজাড় করেছিলাম
সকল দুয়ার দিয়েছিলাম খুলে মনের হরষে। আসোনি তো কেউ তখন,
বাঁধনি বীনা চেনা সেই সুরে।
শ্রাবনের গান তো কেউ গাও নি।
যা ছিলো অভিমান, হৃদয়ের অভ্র নিনাদ,
বর্ষা হয়ে ঝরেছে কনায় কনায়।
ভেঙেছে ভ্ৰম আজ, সময়ের ব্যবধানে
তাইতো ফিরেছি আবার চেনা সেই বৃত্তে।
জানিনা আজ আর কেউ আছে কিনা
সংগীতে বরণ করবে মোরে?
দোষ ত্রুটি যা ছিল, ভ্ৰান্ত অভিমান
সব কিছু সরিয়ে, নিও আপন করে।
ব্যাকুল হৃদয় যে বলতে চায় অনেক কথা
তবুও নিজ মনে করে কেউ সুধায় নি যে।
ছিল তাই অভিমান হৃদয় জুড়ে
তবে কি পারিনি আজও বন্ধু হতে তোমাদের?