এবার হলো সময় আমার, বিদায় নেবার ক্ষণ এলো


হয়তো তুমি কিছু বিরক্তই, হয়েছিলে আমার থাকার।


ক্ষণিক প্রহর গেলো বয়ে সময় এবার কড়া নাড়ে


এবার যে যেতে হবে, এ সভা ছেড়ে বহুদূরে।


নিজের স্থানে আবার আমি সঙ্গী হলো হাজার স্মৃতি।


আমার তরে তুমি সখি পেলে পরশ আলিঙ্গনের


তোমার জন্য দিলাম বুনে লজ্জারাঙা কুয়াশাকে।


হৃদয় মাঝে মিঠে পরশ, খেজুর রস আর পাটালিতে।


সাজিয়ে দিলাম ফুলের বাগান হলদে গাঁদা মল্লিকাতে।


ঝরিয়ে দিলাম স্মৃতির পাহাড় হিমেল স্রোতে শালের বনে।


আমায় ঘিরে সখি তোমায় উষ্ণতা দেয় গরম পোশাক।


দূরে কোথায় বাউল ফকির গানের আসর জমজমাটি


আগুন ঘিরে মাদল বাজে টুসু গানে জয়দেবে।


ফিরে ফিরে এসব স্মৃতিই সঙ্গী হবে অবসরে।


ভাবছো কি গো একলা মনে, হলো না দেখা প্রাণ প্ৰিয়কে


কতো কথা, গান হলো, দেখা হবার কথা হলো।


কিন্তু হলো না দেখা প্রাণের সখাকে


বাঁধা হলো সময় যে -


কতো স্মৃতি ভরা আমি, গানে গানে বিদায় মাগি


বিদায় দাও এবার মোরে, দিলাম তোমায় কনকাঞ্জলি।


যাবার বেলায় আভাস দিলাম ঋতুরাজের আগমনের।


নিয়ে গেলাম যাবার কালে শুষ্ক হাওয়া আর স্মৃতির পাহাড় রাশি।