বসন্তের গান সখী দিলাম তোমার চরণতলে
কতো কুসুম নিয়ে এলাম যামিনীর শেষ প্রহরে।
তন্দ্রামগ্ন তুমি তখন স্বপ্নমায়ায় ঘেরা
রাতের বিহনে অলীক গাঁথা তোমায় নিয়ে বোনা।
মোহের আবেশ মরীচিকায় শুধুই দিন গোনা
আদৌও কি হবে দেখা শেষ বিদায় ক্ষণে!
মালা মাঝে ফুল আজ গেছে শুকায়ে
যে কুসুম এনেছিলাম রাতের শেষে।
চিহ্ন সরূপ রেখো তুমি শুকনো হারখানি
শাড়ির ভাঁজে যত্নে রেখো শেষ চিহ্নটি।
না গাওয়া সেই গান আপন মনে গেও
জোৎস্না রাতে নদীর তটে নিভৃতে নির্জনে।