এনে দিলাম শিউলি      শেষ রাতেতে বাঁশির ধ্বনি।
আঁধার নিশি রাঙা হলো      রবি ছড়ালো আলো,
তরুণী উষার ভৈরবী।
নূতন দিনের নূতন আশা     রাঙালে ভালোবাসায়।
হেমন্তের সাজ যে বধূ       সর্ষে ফুলে অলক বাহার।
নতুন ধানের মধুর সুবাস      অলি করে মধু পান
হালকা শীতে মিঠে হাওয়া      শিশির পরে তৃণের উপর।
কুয়াশা ছড়ায় তেপান্তরে     যায়না দেখা সুদূর আজ।
পথ চেয়েছি তোমার পানে       হে হৃদয়ের
মহারাজ,
তোমার তরে আজ যে আমি    করেছি উজাড় আপনারে।
দিও না সরায় আর মোরে    এবার গ্রহণ করো হৃদয় হতে।