এসেছি আজ তোমার দ্বারে।
তুমি, বহুযুগের ক্লান্তিহীন তরঙ্গিত ঝর্ণা।
কতো ধারা বয়েছে তােমাের।
ভাসিয়েছ কতো স্মৃতি তােমার উতাল তরঙ্গ মাঝে।
আমি প্রবাসী এসেছি তোমার দেশে
সাজিয়ে নিও আমায় মনের মতন করে।
রাশি রাশি বনফুল ফুটিয়েছ প্রান্তরে
ধরণী দিয়েছে উজাড় করে আপন সুবাস তাতে।
হে তরঙ্গী, হে সলিলা,
কতো কান্না বয়ে গেছে তোমার পদতলে।
কতো সুখের স্মৃতি করেছ অনুভব হৃদে।
সাক্ষী তুমি,
কত সুখের, কত না পাওয়ার ব্যার্থতার।
সময় হলে যাবো চলে নিজ দেশে
রব না তোমার অঞ্চলে।
তাই যাবার আগে নিয়ে যাবো
সেই সুধা প্রেম, তোমার পাগল করা উচ্ছাস।
জীবন জুড়ে থাকবে তা হৃদে মোর।