আজ কাননে মোর ফোটেনাই মল্লিকা


মেলেনি দল গোলাপ, নয়নতারা।


আসেনি অলি গুনগুনিয়ে মধুবনে


তারায় ভরা চৈত্র মাসের রাতে।


বয়নি বাতাস মোর পুষ্প বনে


বাজেনি শাখ পশ্চিমের সাঁঝ প্রহরে।


শুধুই আজ বাতাসে গন্ধ ভরা


বাতাবি ফুল আর হরেক বনলতার।


দিবস আজ শুধুই শুন্যে ভরা


সকল কাজের হয়েছে অবসান।


চৈতালি আজ রোদন শোকে দগ্ধ


বিষন্নতা আপন সুরে মগ্ন।


এই বেলাতে সকল দ্বন্দ্ব যত


হোক না শেষ দানে তব অর্ঘ্য।