নতুন করে পথ চাওয়া     অপেক্ষায় প্রহর গোনা।


এই শরতে হলো না যা     হবে তা পরের বারে।


কত আশা বেঁধেছিলো      সাঁঝ বেলাতে গল্প কত।


হলো না যা এই প্রহরে       হবে তা পরের বারে
দৃষ্টি বিনিময় তোমার সনে    অঞ্জলিতে ফুলের ছোঁয়া,
ভোগের পাতায় হালকা হাসি   চিঠি দেবার দিলে সম্মতি।
নবমীর আড্ডা মাঝে      তোমার সনে গল্প একান্তে।
দশমীতে  বিদায় উমার    চোখের জলে পদ্মাপাড়ে।
এই শরতে হলো না যা     হবে তা পরের বারে।
শূন্য দালান প্রদীপ শিখা    মন খারাপে আমি একা।
গুনবো প্রহর নতুন করে     দেখা হবে পরের বারে।
নূতন করে সাজার পালা     নূতন ভোরের আশা দেখা।
এই শরতে হলো না যা       হবে তা পরের বারে।