মনের মাঝে মুক্তি এসে কড়া নাড়ে মনের দ্বারে,

বন্ধ দ্বারের ওপার হতে ঝড় উঠেছে ভেসে যাবার।

নিত্য দিনের কাজের শিকল বেড়ি পরায় মনের পায়ে,

সকল বাঁধন ছেড়ার ডাক এলোরে ঐ সুদূর হতে।

যেমন করে বন্যা এসে ভাসায় সকল পারাবারে,

তেমন করে ব্যাকুলতা উঠেছে আজ মনের মাঝে।

মনের মাঝে মুক্তি এসে কড়া নাড়ে মনের দ্বারে।

বাঁধন সকল টুটবে আজ, নিবি মোরে লুটেপুটে

রব না আর চার দেওয়ালে, মুক্ত মন গগন ছোঁবে।

কোন হাওয়ায় ভেসে চলেছিস, আজ তোরা রূপের হাটে?

দিনের শেষে বেচাকেনা সেরে ফিরবি তোরা ভবের বাটে।

আমায় নিয়ে যাবি কিরে ক্ষণিক মুক্তির অবকাশে?

এত তোদের আনাগোনা, ছুঁতো খোঁজার ফন্দি ফিকির

শিখিয়ে দে মোরে এবার কেমন করে মুক্তি পাবি।

ছুট লাগাবো তেপান্তরে চাবোনা আর পিছন ফিরে।

পৌঁছে যাবো নূতন দেশে নব নতুন আনন্দে।