এই যে মিষ্টার!
কি চাও তুমি নিজে তা আছে তোমার জানা?
তুমি কি চাও?
সুন্দরী, কচি, লম্বা, ফর্সা মেয়ে।
তুমি কি চাও?
সাংসারিক না চাকরিজীবী মেয়ে।
তুমি কি চাও?
নিজের নাকি পরিবারের পছন্দে জীবন সাজাবে।
তুমি কি চাও?
কিছু সময়ের জন্য সুমধুর কথা বলে-
তোমার সামনে বসে থাকা পাত্রীর মন জিতবে।
তুমি কি চাও?
তোমার মনকে কখনো কি জিঙ্গাসা করেছো!
তোমার নিজের কোন সিদ্ধান্ত কি আছে নাকি সবই;
দাদা, দিদি, বৌদির উপর ছেড়ে দিয়ে-
হালকা ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াও!
হ্যালো মিষ্টার!
আপনাকে বলছি;
নিজের বিবাহিত জীবন-
নিজের মনকে প্রাধান্য দিন কি চায় আপনার মন।