বাবা-
আমার তুমি!
ছোট্ট থেকে তুমি আমায় করেছো লালন।
যতো আবদার সব যে করেছি তোমারি কাছে।
আমার একটু অসুস্থতায় তুমি যে বেশি ভেঙ্গে পড়তে আর-
আজো পারোনা নিজেকে সামলাতে।
আমার কথা এতো ভাবো তবু-
কেন বুঝো না তুমি অসুস্থ হলে আমি যে শেষ হয়ে যাই।
কেন মানসিকভাবে অস্থির থেকে-
শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে যাও।
কেমন করে কাটে আমার দিন তোমায় ছাড়া!
তুমি যে আমার সব!
খুব ভালবাসে তোমায় বাবা-
তোমার এই ছোট্ট মেয়েটি।