দিনে হই হনু - রাতে হই স্বামী,
রাতে যে কাজ করি - মনে মনে ভূস্বামী!
আমাকে ধরতে যেই - এল রাম ব্যাটা;
স্বপনে গেলাম উড়ে - মেলে দিয়ে পাখা।
দুই বাহু তুলে রাম - বলে থামো থামো -
যেতে হবে ইস্কুলে - "তুমি মূর্খ জানো!"
আমি বলি কেন মিছে -  করো চেঁচামেচি
আকাশেতে উঠে আমি - মজায় বেশ আছি।
ফিরিব বাতাস কেটে - রংধনু নিয়ে,
দাঙ্গা লাগাবো বলো - বিভিন্ন কারণে?
সাত সাগরের পারে - সীতা তোমারে খোঁজে।
এদিকে রাম তুমি - অন্য নারীতে ম'জে?
যেমনি আমি সত্য কথা - বললাম হঠাৎ;
কড় কড় রবে রাম - মেলে দিল দাঁত।
ভয়ে কাঁপি সীতা মাগো - নেই কাছাকাছি,
নেশা ভেঙে চেয়ে দেখি- আমি হনুতেই আছি।