একটুখানি পরেই মুক্তি পাবো
নতুন উন্মুক্ত সকাল।
অপরিচিত সঙ্গীদের মিলন বাঁধা ময়দানে।
আমায় কাল বেঁধো না সংসার চরণে,
আমায় কাল বেঁধো না তোমার গোপন হৃদমাঝারে,
গন্ধবের লোভ দেখিও না...
নিজেকে কাল রোপন করি - লাল পতাকার মাঝে।
বৃথা হবে - কাল আমায় নিয়মমাফিক ঢাকলে,
অগাধ আড়াল এবং অবাধ আবরণে।
তুমি কী সুস্থ আছো?
জানি নেই।
কাল শহীদের মাঝে হারাবো তোমাদের সুস্থ রাখতে...
জানো কালই হবে আমার -
উদাসীন ডাক
বাড়িয়েছে হাত
আজকে ভীষণ হাঁকে -
কমরেড কমরেড
রাজপথে আমি তোমার কমরেড
২৪ শে আমি তোমার কমরেড...