ভালোবাসার রক্তাক্ত গোলাপ

#সুধীর_দাস

তুমি না হয় একদিন চলে এসো ঘর-গেরস্থালি স্নানাগার রেখে
আমার বুকে আসন পেতে আছি
আকাশের নীলে শ্বেত বলাকার ডানা মেলে
তোমাকে বসতে দেবো হৃদয়ের সুনশান উঠোনে।

আর কত চোখে যন্ত্রণার জল ফেলবে?
দক্ষিণের জানালায় বসে আর কত চাঁদনী রাত দেখবে প্রহর গুনে গুনে?

কিছু কিছু অপেক্ষা বাঁচতে শেখায়
শিরদাঁড়া মোচড়ানো হাড়গুলো আবার সতেজ হয়ে দাঁড়ায়

কিছু কিছু স্বপ্ন অযাচিত হলেও
জীবনকে কখনো কখনো আলোকিত করে
নিজের জীবনকে নিজে বাঁচতে শেখায়
লড়াই করার প্রেরণা আসে

সব ফুল দেবতার পূজায় লাগে না
হাজার ফুলের মাঝে একটি হৃদয় কখনো কখনো হঠাৎ প্রিয়তর থেকে প্রিয়তমা হয়ে ওঠে।

আসবে আসবে করে কতবার তোমার অপেক্ষায় বসে থাকি
এলো চুলে খোঁপা বাঁধি
কপালে পরাই লাল টিপ
বুক ছুঁয়ে হৃদয় ছুঁয়ে সেলাই করে তুলি
বুক পাঁজরে নিলয়ে

ভালোবাসার রক্তাক্ত গোলাপ।

কলকাতা
রাত-০১.২৫
১১,০২,২২