নেই,তুমি নেই


সুধীর দাস


কবোষ্ণ কলাপ ছিল বুকে বুকে লেগে
চাঁদের জোছনা ছিল সারারাত জেগে
মনে প্রানে প্রেম ছিলো সাহারার বুকে
তুমি ছিলে পাশাপাশি চিরদিন সুখে।


হাতে হাত রাখা ছিল উষ্ণতা আগুনে
চোখে চোখে কথা ছিল কোকিল ফাগুনে
রোগেশোকে কাছেছিলে দুটি হাত মেলে
যত প্রেম বুকে ছিল দিয়েছিলে ঢেলে।


কাছাকাছি থেকেছিলে পাশাপাশি রেখে
ভুল হলে মাফ ছিল ক্ষমা দিয়ে দেখে
গাছে ফুল ফুটেছিলো তুমি এসেছিলে
সব দিয়ে ভালবেসে জয় করে নিলে।


বেলাশেষে সন্ধ্যা হলে জ্বেলেছিলে দীপ
রানী সেজে বসেছিলে ভালে দিয়ে টিপ
বুকে মুখে ছুঁয়ে ছিলে আবেগের চোটে
চাঁদ তারা হেসেছিল দুই ঠোঁটে ঠোঁটে।


সুরে সুরে বেজেছিলো যমুনার বাঁশি
দোলে দোল দুলছিলো নদী জলরাশি
আজ তুমি পাশে নেই হারিয়েছি খেই
চারিদিকে চেয়ে দেখি নেই তুমি নেই।
♥️
কলকাতা রাত ১১.৪০ মার্চ ২০২৪