এই অবুঝ মন কত কিছুইতো চায়?
কারনে অকারনে কত কিছুই চায় সে...।


এই অবুঝ মন সার্থবাদী এই সমাজে,
নিঃস্বার্থ ভালোবাসা চায়।


কারনে অকারনে কত কিছুই তো চায়.....


এই অবুঝ মন সবার প্রিয় হতে চায়।


মন সত্যিই অবুঝ,তাই কত কিছুই তো চায়!


এই অবুঝ মন তাই একাকিত্ব জীবনে একজন সঙ্গী চায়।


এই অবুঝ মন একজন ভালোবাসার মানুষ চায়।


এই অবুঝ মন সত্যি কত কিছু চায়!!!


অবুজ মনটা কোন কিছু পাবে না যেনেও কত কিছু চায়?


দুপুরের রোদে প্রিয়তমার হাত ধরে হেটে যেতে চায়।
অবুঝ মন পাবে না যেনেও ভালোবেসে যায়...


কোন এক একলা ললনার হাতে হাত ধরে পথ চলতে চায়...