ভুলে থাকি জন্মবাদের মলিন ইতিহাস।
অজানা জন্মদিন কে বলে দেবে আমায়?
আস্তাকুঁড়ের আবর্জনায় আবিষ্কৃত আমি।
বিবর্ণ জীবনপথ অনাথ আশ্রমের ছত্রছায়ায়।
জীবনের স্বপ্ন চাঁপা পড়েছে দুঃস্বপ্নের চাদরে।
অনাদর আমার প্রথম ভালোবাসার শিক্ষা।
মায়া মমতা কী কখনো ছিল আঁতুড়ঘরে?
কষ্টভোগের সূচিপত্র গাঁথা ছিল প্ল্যাসেন্টাকর্ডে।
কে খন্ডাবে বিধির বিধান!
অভাগীর তিলক দিনে রাতে।
ক্ষুধার্ত প্রাণ মাকে খোঁজে।
বিস্মৃত মা যদি ফেরে নাড়ির টানে।
জন্মদিন হবে মায়ের আচঁল তলে।
©সুব্রত নন্দী।
২৭/০৩/১৮