ভুল করা মোর স্বভাবে আছে-
করিতে চাহিনা ভুল,
ভুলযে কখন হয়ে ভাই-
আমি বুঝিতেই পারিনা যে।


ভুলে ভরা জীবনটা মোর
ভুল হয়ে যায় সকল কাজে
ভুলেই আমার জীবন যাবে
ভুলটি কি আর- ঠিকটি হবে?


ভুল ভুল ভুল সবকিছুতেই-
ভুলটি কবে সঠিক হবে?
বুঝতে নাহি পারি আমি-
আমি যে এক সর্বহারা।


মা নেই মোর বাপটি গেছে
অনে..ক বছর আগে
ভুল শোধরাতে আসবেকে ভাই
পথেই যারা থাকে।


সারাটাদিন আস্তাকুড়ে ময়লা ঘেঁটে থাকি
কাগজ কুড়াই খাবার খুঁজেই দিনটি যেতে থাকে।
ছেঁড়া কাপড় ছেঁড়া জামা- পড়েই কাটে দিন
পুজো এলে চেয়ে চিন্তে- হই আমি ফুল।


আস্তাকুড়ে ময়লা থেকে- খাচ্ছি খুঁটে খুঁটে
প্রাণ বাঁচাতে পেটের জ্বালায়-
কাঁদছি আমি বসে।
গিয়েছিলাম কাজ করতে বাবুর বাড়ীতে
একটুখানি ভুল হতেই মারলো পিঠ যেতে।


পাইনি কখনও ভালবাসা-
দুঃখ কষ্টে মানুষ
ভুল ছাড়াকি সঠিক হবে?
আপনি- বলতে পারেন কি?


(জুলাই ১৬, ২০১৭)