আমি বাংলায় কথা বলি
আর গানও গাই বাংলায়
তাই লিখতে চাই একটি কবিতা
যার ভাষা হবে বাংলাতেই
বাংলা হোক আমার- ও আমার প্রজন্মের প্রিয় ভাষা।


হে বাঙ্গালী তুমি কি জান?
বাংলা ভাষা পাওয়ার ব্যথা
তুমি কি জান এর বেদনা !
কতটুকু জান? এই বাংলা সম্পর্কে
তুমি কি জান !
’৫২’র ভাষা আন্দোলনের কথা
তুমি কি শুনেছ?
যদি শোন-
তাহলে, তাকে ব্যবহার করতে শেখ
ব্যবহার কর যথাযথ।


হে বাঙ্গালী, এখনও যদি তুমি তোমার মাতৃভাষাকে
সঠিক ভাবে ব্যবহার করতে না শেখ
তবে শিখবে আর কবে?
কবে শিখবে তুমি তোমার মায়ের ভাষা?


তোমরা কি জান?
সঠিক ভাবে বাংলাকে, আর বাংলা ভাষাকে।


হে বাঙ্গালী, এসো আজ শপথ করি
সঠিক উচ্চারণে উচ্চারণ করবো
মায়ের ভাষা, এই বাংলাকে।