(শ্রদ্ধেয় কবিবর মধু মঙ্গল সিনহা মহাশয়ের গত নভেম্বর ১৯, ২০১৭ তারিখের ‘গ্রামের বাড়ি’ লেখনি পাঠ পরবর্তী কমেন্ট বক্সে এই লেখনিটি লিখেছিলাম। লেখনিটি আমার মেজদা (জেঠতুতো দাদা) স্বর্গীয় প্রবোধ মজুমদার স্মরণে উৎস্বর্গ করলাম)


ঠাম্মার হাতের খেজুর রস- ফেরো ভরে খেতাম বসে
ছোট বেলার স্মৃতিঘেরা- সেই কথা আজ খুব, মনে পরে।
হৃদয় দিলো দুলিয়ে মোরে-
লিখতে একটু- ইচ্ছা জাগে।


গ্রামের বাড়ী রাঘবদাইড়- ফটকি নদীর ধাঁরের কাছে
পালপাড়াটি ঘরের কাছে- সন্ধ্যা হলেই, তাক তুম তুম বাজনা বাজে।
বাড়ীর সাথেই রাস্তা আছে-
একটু দূরেই ব্রীজটি হবে।
নদীর পুঁটি- খাইতে মজা
পুঁটির তেলেই- পুঁটি ভাজা।


মেজদা কাটে খেজুর গাছ- লোভে আসে, জ্বিহ্বায় রস
আজ হবেনা দাদা বলে- নাছোড়বান্দা, বস্ আনছি।
কোথায় গেলে রসটি পাবো? দাওনা দাদা, আমায় বলে
একটু দাঁড়া স্নানটি সেড়ে- দিচ্ছি এনে, লোভ করিসনে।


দাদা গেছে- দূরের দেশে
যেথায় গেলে কেউ- আর না, ফেরে।
স্মৃতির পাতায় এখন শুধুই-
দাদার কথা- মনে পড়ে।


সময়কাল- সকাল ১১:৩২ (নভেম্বর ১৯, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- ফেরো > এক ধরণের পিতল তৈরী ‘ঘটি গ্লাস’ যা আগে পাওয়া যেত, এখন আর দেখতে পাওয়া যায় কি-না জানা নেই।