গর্জে ওঠো আরেকবার
                           - অনীক মজুমদার


৭১’এর মুক্তিযোদ্ধা ভায়েরা
এনে দিয়েছো একটি স্বাধীন দেশ
উপহার দিয়েছ তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য
এই বাংলাকে আর এই দেশকে করেছ স্বাধীন।


হয়েছি কি আমরা স্বাধীন?  নাকি পেয়েছি স্বাধীনতা-
আমার মনে হয় আজও পাওনি।


আজও আকাশে বাতাশে পঁচা লাশের গন্ধ ভেসে বেড়ায়,
এজন্যেই কি করেছিলে যুদ্ধ,
আজও কেন এতো হানাহানি, কেন এতো রাহাজানি।


৩০ লক্ষ জীবন আর মা-বোনেদের ইজ্জ্বত কেন হলো শেষ
জবাব চাই, দিতে হবে জবাব- তোমাদের?
৫২’তে যখন পারেনি আমার ভাষা কেড়ে নিতে
৭১’এও পারেনি দেশকে ছিনিয়ে নিতে
রাজাকার আলবদর ও পাকিস্তানের ঐ নরখাদক
তবে কেন?
তবে কেন এখন এমন ভাবে দেশকে ছিনিয়ে নিচ্ছে ঐ রাজাকারের দল
হে মুক্তিযোদ্ধা তোমরা কি পারনা-
এই প্রজন্মের জন্য আবার একটি যুদ্ধ উপহার দিতে,
এই বাংলার মানুষকে?


তোমরা কি পারনা বাঁচাতে এদেশের সাধারণ মানুষকে
হরতাল আর অবরোধে শেষ হয়ে গেল দেশ
শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য আজ ধ্বংশের পথে
এদেশের উন্নতি হবে না, হতে দেবে না।


পথে বেরুলেই দেখি
গাড়ী পোড়ানোর ধোঁয়া আর লাশের গন্ধ
এভাবে কি দেশ চলে ! চলতে পারে?
এদেশের সাধারণ মানুষ আজ বড় অসহায়
তাদের বাঁচাও, তাদের কে বাঁচার সুযোগ করে দাও
হে ৭১’এর মুক্তিযোদ্ধা তোমরা আর একবার জেগে ওঠো
এই বাংলায় !
এই বাংলার সত্যিকারের স্বাধীনতার জন্যে।


(০১/০১/২০১৪ ইং)