গাছ
- অনীক মজুমদার


গাছ লাগাও পরিবেশ বাঁচাও
নিজের প্রয়োজনে।
থাকার কথা পঁচিশ ভাগ আর
আছে মাত্র ন’য়ে।


হবে না কেন হারিকেন আয়লা
ভাটায় পোড়াও কাঠ
গাছ লাগিয়েছ কয়টি তুমি ?
কাটছো শ’ত গাছ।
গাছ লাগাও পুঁজি বানাও
খাটো গাছের পিছে
টাকা হবে ফলও পাবে মাত্র ক’টা দিনে।


গাছ লাগাও পরিবেশ বাঁচাও
তৈরি কর অক্সিজেন
দশ’কে বাঁচাও দেশ’কে বাঁচাও
পৃথিবীটাও বাঁচবে।


(০৫/০৮/২০০৯)