কিসের জন্য বেঁধেছি ঘর কাহার প্রয়োজনে
কেইবা হবে আমার বলো, কেউতা জানে না ॥
বউটি আমার, শোনেনা কথা-
কিসের নেশায় ছোটে?
বাসেকিও ! আমায় ভাল
নাকি ? অন্য কাহারো ॥
ভালই যদি বাসবে আমায়-
দুর করে দেয় কেন?


সারাটাদিন খাটি-পিটি রাত্রি বারোই ফিরি ॥
বাড়ী গেলেই কিটির-মিটির, করতে থাকে খালি ॥


কিসের নেশায় ঘুড়ছি আমি, কেইবা বলতে পারে ॥
ওকি আমায় বুঝতে পারে? নাকি ভান করে ॥
ভালই যদি বাসবে আমায় কিচির-মিচির কেন?
ভালবাসতে জানেইনা ও, বাসবে সে আর কবে ॥


বয়স হলো ত্রিশ বছর, বাঁচবোতো আর বাইশ-
বায়ান্নতে বুড়ো হবো, ষাইটে জীবন শেষ ॥


ভালবাসার এইতো সময় ওকি বোঝেনা?
ভালবাসায় ঘাটতি কোথায়, আমিই বুঝিনা ॥


সবাইতো হয় বাবা আর মা,
আমরা না হয় হলাম না, কিইবা হবে তাতে-
ভালবাসাতে ঘাটতি কেন, আমাদের হবে।


যে যা বলে বলুকনা ক্যান, কানেই তুলব না।
আমি তোমায় বুঝি বধু, তুমিই বোঝনা।


(নভেম্বর ২৮, ২০১০)


সংসারে স্বামী-স্ত্রীর একটু-আধটু ঝগড়া হই..ই। স্বামী-স্ত্রীর ঝগড়ার কিছু নমুনা নিয়েই আমার এই লিখনি। উপরের লেখনিটি কারো জীবনের সাথে মিলে যায়, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।