পতাকা তুমি সবুজের মাঝে লাল বৃত্তাকারে-
ত্রিশ লক্ষ শহীদদের প্রতীক হয়ে-
পতপত ধ্বনিতে- উড়ছো নীলাকাশে।


প্রতিদিন করি স্যালুট তোমায়- আর হৃদয় নেচে ওঠে
সুরে সুরে মন গেয়ে ওঠে- বাংলা তোমায় ভালবাসি
ভালবাসি! ভালবাসি! ভালবাসি বাংলাকে।


লাল সবুজে ঘেরা আছে- আমার বাংলাদেশ
আমার দেশ বাংলাদেশ- অহংকার তাই করি।
এই বাংলায় জন্মেছিলেন শেখ মুজিবুর রহমান
লাখো শহীদদের বিনিময়ে জন্ম- এই বাংলার।


রফিক শফিক জব্বার জন্মেছিলেন- এই মাটিতে
তাদের রক্তের দামে কিনেছিলেন- লাল সবুজের এই পতাকাটিকে।
জন্ম যদি হতো আবার এই মাটিতে ওদের
অবমূল্যায়ন হতো না কখনও- পতাকা আজ তোমাদের।
ঝাড়–র মাথায় উড়তে না তুমি- উড়তে নীলাকাশে
হৃদয়ে আগলিয়ে, রাখিত তোমায়- আজ পরমও যত্নে।


এই পতাকার লাগি হারিয়েছে মা সন্তান, হারিয়েছে নিজ সম্ভ্রম
তবুও আঁকড়ে ধরেছে ধরণি, ছাড়েনিকো এই পতাকা খানি।


বাংলা আমার জন্মভূমি- বাংলা আমার মা
এই বাংলায় গাই গান- বলিতে পারি কথা
এই পতাকা- বাংলার অহংকার।


শষ্য শ্যামলা সবুজে ঘেরা সোনালী আঁশে খ্যাত
জন্ম হয়েছে এই বাংলাতে আমার- আমি আজ গর্বিত।
অবমূল্যায়ন তোমায় করিছে ওরা-
ছাড়বোনা ওদের, ছাড়বোনা।


সাজিয়েছো বর্ণিল সাজে- নিজেকে তুমি আজ
মূল্যায়ন করতে শেখনি তুমি- জন্মভূমির লাজ।
লাজ লজ্জা আছে কি তোমার? পতাকা ওড়াও কিসে
ঝাঁড়–র মাথায় লাল সবুজের পতাকা ওড়ানোকি- তোমাদের সাজে।


পতপত ধ্বনি শুনেছো কি তুমি- শোননিকো তার গর্জন
আজো ঢুম ঢাম বোমের শব্দ- কাঁন্নার আহাজারি ভাসে কানে।


নিজেকে সাজাও বর্ণিল সাজে- বাংলাকে সাজিয়ে
অবমূল্যায়ন কোরো নাকো তুমি- লাল সবুজের পতাকা’কে।


(আগষ্ট ১৩, ২০১৭)


বিঃদ্রঃ গত কয়েক মাস আগে কোন একদিন পতাকা উত্তোলণের সময় কোন এক ব্যক্তি ঝাঁড়ুর উল্টো দিকে (ঝাঁড়ুর বাঁশের সাথে) বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলণ করেছিলেন, জানতে পেরে খুব খারাপ লেগেছিল। তারই পরিপ্রেক্ষিতে একটি লেখনি লিখেছিলাম। গতকাল দোকানে কাজ না থাকায় সেটাকে আরেকটু নতুনত্ব দিতে গিয়ে আজকের এ লেখনি। জানি শ্রুতিমধুর হয়নি তবুও আপনাদের পাঠের জন্যে পোষ্ট করা মাত্র। ভুলত্রুটি মার্জনীয়।