ভালোবাসা তুমি কেনো যে এমন?
       ভুল বুঝা-বুঝি হয় যখন তখন!
নিশ্চিন্তপুরের ছেলেটি আমাদের অভ্র তপন
       ভালোবাসার নিকৃষ্ট  খেলায় মগ্ন তখন।


ভালোবাসার খেলায় যোগ্য কি তারা?
      কথায় আর পোশাকে সুন্দরতম যারা!
দেহেতে নজর তার নিকৃষ্ট কামনা
      ভালোবাসার নাম বিক্রি এই-যে বাসনা।


ভালোবাসা কি ধরনীতে এতই সস্তা?
         কত পান্ডিত্যের সস্তার এই অবস্থা
এক যুগে হয়নি বলা রাই-বিনোদিনী
        ভালোবাসা যে কি, আজ ও বুঝিনী!


ভালো থাকো সবসময় হৃদমন্দিরের বাসনা
       স্বপ্নে ছিলে স্বপ্নে থাকো এই কামনা!
নীল আকাশে উড়ছে মনের ঘুড়ি
       যতদিন তুমি বলবেনা ভালোবাসি আমি।


বি.দ্র: [ সকাল-বিকাল সবসময়ই বিনোদিনী রাই, আমাকে জ্বালাতন করে, তার জন্যে-ই আমার এই কবিতা। ]