হে হৃদয় তুমি আর
যেও না'কো ঐ জরাজীর্ণ পথে-
যে চলে যায় নির্দ্বিধায়, সে
ভালোবাসার কি বোঝে?
তুমি বোলো না'কো তারে
কি তুমুল অত্যাচারে ক্ষত বিক্ষত তুমি!
কি অবহেলায় কোন অভিমানে:
এ বসন্তে চূর্ণবিচূর্ণ তুমি!


তুমি বোলো না'কো তারে!
যে নূপুর আজও বেজে উঠে
তোমার চারপাশে, তা যে ওরই
ভালোবাসার নির্যাস, ঘৃণার নিঃশ্বাস;
তুমি বোলো না'কো তারে!
যে তোমায় দিয়েছে নির্বাসন,
যে তোমার আজও নয় পুরাতন,
তুমি তাকেই স্বপ্ন দেখে কাটিয়েছ
কতো রাত? তুমি বোলো না'কো তারে!


যে মধুর স্বরে
আজও কেউ স্বপ্নের ঘোরে স্বপ্ন দেখে,
ঘুরে ঘুরে মরে আপনার চারপাশে;
তুমি তাকেই রেখেছ আপন হৃদয়ে;
তুমি বোলো না'কো তারে!


সে আজ ভালো আছে;
আছে সে প্রেমিকের কাছে;
যে বলেছিলো একদিন ভালো আছি,
ভালোবাসি! সে আজ আপনার কাছে
আপনার সাজে; তবু তুমি
তারে বোলো না'কো কিছু।
কতোটা যত্নে তুমি রেখেছ তারে
এই নিভৃত ঘরের কোনে।    
  
রচনা:সুব্রত ঘোষ::০৭-০২-২০১৬::