স্তব্দ এক অন্ধকারে
নিমেষে ঢেকে গেছে চারিদিক;
শস্যের ক্ষেতে মাতালি হওয়ার আনাগোনা
কেকার ছন্দে বাছুরের উল্লাস, যেন
বাংলার আকাশ, বাতাস -  
নবীন সুরে মাতে  
আদিম প্রেমের রাগে।  


গোপনে বসন্ত আসে
সদ্য যুবতীর চোখে, মুখে:
জেগে উঠে প্রেমের রঙিন সেতু,
হারানো বৈদিক ছাঁচে;
ঘনঘন নিঃশ্বাসে কখনও
কাছে পেতে চায় বিষাক্ত শৈবাল;
কখনও শান্ত প্রবাল।
তবু এ পথে আর চায় না মন
কারও নবীন সাথী হতে,
থাক যা কিছু পুরাতন।


এ বসন্তের রাতে দাম্পত্যের
কামনায় নাবালক মৃত্যুও
যেন অসহায়; দীর্ঘশ্বাস পড়ে
অবশেষে    তবু ভয় হয় হারাবার,
যদি কথাও ডাক আসে থামার।  


রচনা:২৮-০১-২০১৬