এ নির্জন জোনাকির আলোয়
চারিদিকে, যেমন ছড়িয়ে আছে পৃথিবীর আবেশ;
যেমন করে জনতার ভিড়ে আচমকা তৈরি হয়
এক বেওয়ারিশ শূন্যতা; ঠিক সেই আঙিনায়
আমি আজও তোমার কুমারী মুখ খুঁজে পাই।


যে তুচ্ছতায় এলোমেলো হল, আমার
যাবতীয় সংসার, সমাজ ও প্রেম;
তুমি তার দায়ী নও, ওগো আমার
প্রাণের স্পন্দন, আমার প্রেয়সী।


তুমি আজ কেন দূরে সরে যাও বারেবারে,
যে অঙ্গীকার ছিল আমাদের সম্পর্কের কাছে
তোমার ও আমার; এর দায় কি আজ,  
শুধুই আমার একার?


আমি জানি না সমাজ, জানি না সভ্যতা!
আজও এ বসন্ত দিনের শেষে, একবার
শুধু একবার ফিরে দেখ, যা ছিল তোমার,
ঠিক আজও সকলই আছে তোমার।
ওগো আমার চিরন্ময়ী প্রিয়তমা।