বসন্তের বিকেলে এক চিলতে আকাশ
আমার নির্জনতার সাক্ষী, আমার
সীমাহীন বিশ্বাসে আহত হৃদয়ের
সাথী; আমি দেখেছি বিপ্নতা
দেখেছি নিমেষে সভ্যতার জন্ম;


এখন আমার চারপাশে
বেনামী কিছু অর্কিড অনায়াসে
হেঁটে যায়; শূন্য পাতায় এখন যত
পরাজিত কবিদের জমায়েত, আমি
রোজ একা দেখি সব, যা কিছু সামাজিকতার বাইরে;


মেঘাচ্ছন্ন দিনে ভয় হয়
নূতনকে হারাবার, ধান খেতে লেগে থাকা
ছোট্ট নিঃসঙ্গতাই আজাকাল সবার পরিচয়;
পাখীর বাসায় হামাগুড়ি দেওয়া জীবন, আজও
পথের মাঝে লুটায়, এটাই পরাজয়।