মলিন পথের চারপাশে
আমার নিঃসঙ্গ হৃদয়, হামাগুড়ি দেয়;
যত ঘরছাড়া প্রেমিকের দল,
আমার যাত্রাপথে মিলিত হয়;
কেউ কাছাকাছি আসে,
কেউ চলে যায় দূরে ঐ
ঘন নীলিমায়; যেখানে
মিলিত হয় একদিন জন্ম-মৃত্যু।


এ হৃদয় কতো    ঘুরেছে  
কঠিন সব অমানবিক দরজায়;
অন্ন, বস্রের সন্ধান যোগাতে পারেনি সেদিন:
কোনও পথিক অথবা গ্রামবাসী।


এখন আর খাবার প্রয়োজন নেই-  
প্রয়োজন সামান্য ইজ্জত;
যে ইজ্জত টাকায় কেনা যায়?
যে ইজ্জত চাইলেই লুটিয়ে দেওয়া যায়!


না, এ কবির কবিতা নয়-
এ কোনও এক পাষাণের হুংকার;
      কবি তো সামান্য মানুষ মাত্র।