মধ্য দুপুরে তুমুল উত্তেজনা
শুরু হয়, বেরঙিন সব পথ জুড়ে;
পায়ে আর কতোটাই বা জোর আছে:
পেরিয়ে যাবে এক লহমায় গ্রামের পর গ্রাম;


তবু এখন বাবুদের ফ্ল্যাটের কাছে দাঁড়াতে নেই,
যদি ভেঙ্গে পড়ে ঐ উঁচু উচু ইজ্জত!
এটা বস্তি, নয়, শহর! কত পয়সা আছে তোমার
যে বাবুদের ফ্ল্যাট ছোঁবে?


মাঝ বয়সী পথ ধর্ষিত হয় দিনরাত?
তবু, কার কি আসে যায়! কোনও
তফাৎ আর বাকি নেই পদার্থ আর
সজীবে? যা কিছু প্রেম সম্মুখে, আসলে সবই অভিনয়!