আজ পড়ন্ত বিকেলে আমার মন খারাপ
আমার মস্তিষ্ক চারপাশে এখন যত,
কাপুরুষের আসা যাওয়া। রক্তাক্ত হৃদয় জুড়ে
একাধিক হাড় ভাঙ্গার ব্যাথা আমার আজও
জীবন্ত শিশুর মতো বাঁচতে চায়, আরও একটু
জন্মের লোভে। এখন চারপাশে যত মাতালে রাজত্ব;
সকলে শব্দ ভুলে গেছে আজ; তাই এতো অগ্নিকাণ্ড
সরু সরু গলি পথ জুড়ে। আমার অসহায় রাষ্ট্র জুড়ে।
ঐ সর্বহারাদের আমিও এক পথিক আজ। পথ ভুলেছি আমি
শুধু বেঁচে থাকার লোভে। হে রাষ্ট্র -
আমাদের একটু অধিকার দাও
বেঁচে থাকার ঐ কঠিন স্বাধীনতায়,
যেন তৈরি হয় আরও কিছু ইতিহাস, আরও একটা পৃথিবী।