এখন কবির ঘুমোতে যাওয়া বারন,
নিঃসঙ্গ শিশুর মতো অসহায় যে মানুষ
কবির ঠিক সেইখানে বসা উচিত,
যতক্ষণ পর্যন্ত না একটা প্রতিবাদ তৈরি হয়।


এখন কবির ঘুমোতে যাওয়া বারন,
চারিদিকে ঘনিয়ে এসেছে অসীম কালো অন্ধকার
এলোমেলো হয়ে যাচ্ছে দিনরাতের মিলন;
আর কোনও মতামত নয়, শব্দের যত অপচয় এবার বন্ধ হোক,
চূর্ণবিচূর্ণ হোক যত বেনামি ভয়ের হাতিয়ার,
কিন্তু কবির এখন ঘুমোতে যাওয়া একেবারেই বারন ।


ঐ যারা রক্তে ডুবে আছে বেনামি হিংস্রতায়
আমি তাদের বলছি, এসো বন্ধু এক সাথে মিলে এবার
বাঁচার চেষ্টা করা যাক; আরও একবার দেখা যাক
সম্পর্ক ঠিক কতো মধুর? কিন্তু মনে রাখবেন
কবির এখন ঘুমোতে যাওয়া সম্পূর্ণ বারন।