যাবো এবার নাও ভাসিয়ে
উজান গাঙ্গের টানে
ভয় পাসনে মাগো আমার
ভাটির টানে টানে ।


কে তুলেছে সপ্তডিঙ্গা বইঠা ছাড়া আজি
দেখনা এবার জোয়ার হবে
কাঁপবে গিরি নাচবে শশি
আপন আপন আশে ।


ভয় পাসনে মাগো আমার
অমন বিষাদ গর্জনে
জন্ম হবে আবার দেখিস
তোঁর ঐ শূন্য কোলে ।


দূর থেকে আর ডাকিসনে মা
সূর্য ডুবে এলো
সকল বাঁধন ছাড়িয়ে এবার
বিদায়ই দে'মা ভালোবাসায় ।


তুই কিন্তু মা ভয় করিসনে
আবার দেখা হবে
ছেলে যে তোর চলল এবার
জগৎ সংগ্রামে ।